কুমিল্লায় এখনো অস্থির চালের বাজার

কুমিল্লায় এখনো অস্থির চালের বাজার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

এখনো অস্থির কুমিল্লার চাল বাজার। দাম বৃদ্ধির জন্য মিল মালিকদের দায়ী করেছেন ব্যবসায়ীরা। আর ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। গত সপ্তাহে কুমিল্লা নগরীর রাজগঞ্জ, রানীর বাজার ও পানপট্টির চালের আড়তগুলোতে অভিযান চালায় টাস্কফোর্স।

চালের দাম না বাড়াতে ব্যসায়ীদের নির্দেশ দেন টাস্কফোর্সের সদস্যরা। তাতেও বাজার পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। বাড়তি দামের জন্য মিল মালিকদের দায়ী করছেন ব্যবসায়ীরা।

জেলা খাদ্য বিভাগ কর্মকর্তা চালের বাজার স্বাভাবিক রয়েছে বলে দাবি করলেও, সাধারণ ক্রেতারা ক্ষুব্ধ। সরকারের কঠোর পদক্ষেপ দাবি করেছেন তারা।