এবারো দেশি পশুতেই মিটবে কোরবানীর চাহিদা

এবারো দেশি পশুতেই মিটবে কোরবানীর চাহিদা

শেয়ার করুন
K
K

নিজস্ব প্রতিবেদক :

পরপর তিন বছর ভারতীয় গরু কম এলেও দেশি পশুতেই মিটেছে কোরবানির চাহিদা। ঈদের বাকি আর মাত্র দিন। এবার কোরবানির জন্য পশু সরবরাহের অবস্থা কি?

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চলছে ইজারাদার, পাইকার, খামারি এবং ক্রেতার- একে অপরের সঙ্গে যোগাযোগ। চলছে দাম বাড়াকমার হিসাব নিকাশাও।

সারা বছর যত পশুর চাহিদা, এর অর্ধেকই কোরবানীর সময়। পশু সম্পদ অধিদপ্তরের তথ্য, গত বছর প্রায় এক কোটি ৫  লাখ পশু কোরবানি হয়েছিল। এর মধ্যে সাড়ে ৪৫ লাখ গরু-মহিষ। বাকি ৫৯ হাজার ছাগল-ভেড়া।

এ বছর এক কোটি ১০ লাখ চাহিদার বিপরীতে প্রস্ত্তত এক কোটি ১৬ লাখ পশু। এর মধ্যে গরু মহিষ আছে ৪৫ লাখ এবং ছাগল ভেড়া ৭১ লাখ। উদ্বৃত্ত থাকছে আরো প্রায় ৬ লাখ। তাই এ বছরও দেশি গরু দিয়েই মিটে যাবে কোরবানির চাহিদা। তাই ভারতিয় গরু আমদানির প্রয়োজন হবে না। এতে লাভবান হবে দেশিয় খামারিরা।

দেশি চাষীদের পশু পালনে আরো বেশি উদ্বুদ্ধ করার পাশাপাশি চোরাই পথে যাতে পশু  আসতে না পারে, সে বিষয়ে সতর্ক সরকার। তবে নিরাপদ পশুকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।