এফবিসিসিআই নির্বাচন: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি ৩০ মার্চ

এফবিসিসিআই নির্বাচন: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি ৩০ মার্চ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি ৩০ মার্চ পর্যন্ত মুলতুবি করেছে সুপ্রিম কোর্ট।

সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে এফবিসিসিআই-এর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম; রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

গত ২২ মার্চ ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীমের করা এক আবেদন শুনে আগামী ১৪ মে অনুষ্ঠেয় এফবিসিসিআইয়ের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট।