একনেকে ৭ হাজার ৫৩৯ কোটি টাকার নয়টি প্রকল্প অনুমোদন

একনেকে ৭ হাজার ৫৩৯ কোটি টাকার নয়টি প্রকল্প অনুমোদন

শেয়ার করুন

ECNEC-2নিজস্ব প্রতিবেদক :

সরকারি কলেজে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প ও  উত্তরবঙ্গে বৈদ্যুতিক স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্পসহ মোট ৭ হাজার ৫৩৯ কোটি টাকার ৯টি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের জানান, দেশের সরকারি কলেজগুলোতে বিজ্ঞান শিক্ষায় ব্যাপক প্রতিবন্ধকতা রয়েছে। তাই দেশের ২০০টি সরকারি কলেজে বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ২ হাজার ৫১১ কোটি টাকার প্রকল্পে অনুমোন দেয়া হয়েছে।

এছাড়া, ১ হাজার ৩১৯ কোটি টাকা ব্যয়ে বিআইডব্লিউটিসির জন্যে ৩৬টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং ২টি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্পসহ আরো বেশ কয়েকটি প্রকল্পে অনুমোদন দেয়া হয় এই সভায়।