‘উন্নত পুঁজিবাজার সৃষ্টির জন্যে বাজেটে পদক্ষেপ নেওয়া হবে’

‘উন্নত পুঁজিবাজার সৃষ্টির জন্যে বাজেটে পদক্ষেপ নেওয়া হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘমেয়াদি বিনিয়োগের উৎস হিসেবে উন্নত পুঁজিবাজার সৃষ্টির জন্যে বাজেটে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ লংটার্ম ফাইন্যান্স কনফারেন্স-২০১৮ এর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা জানান। ৭ জুন বাজেট ঘোষণার পরই শক্তিশালী পুঁজিবাজার গঠনে স্টেক হোল্ডারদের নিয়ে বসবেন বলেও জানান তিনি। আলোচনায় বক্তারা  দীর্ঘমেয়াদী বিনিয়োগে আর্থিক খাত সংস্কার, বাজারনীতি পুন:গঠনসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন।

কিছু কিছু বাণিজ্যিক ব্যাংক পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের চেষ্টা করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন: এটা ব্যাংকের কাজ নয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্র পুঁজিবাজার হলেও, বাংলাদেশে তা হচ্ছে না বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।