‘ঈদুল আজহায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বেনা’

‘ঈদুল আজহায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বেনা’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

ঈদুল আজহায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বেনা আশা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে  দ্রব্যমূল্য মোটামুটি স্বাভাবিক আছে।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করা হবে। তবে বিভিন্ন বাজারে দ্রব্যের দামের তারতম্য বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সম্প্রতি পেয়াজের দাম বৃদ্ধি সাময়িক বলে তিনি জানান। এর আগে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।

এ বৈঠক নিয়ে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ অথবা গাজীপুরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিতে আগ্রহ প্রকাশ করেছে জাপান। ইপিজেডের মতো সেখানে পোশাক খাতে বিনিয়োগ করতে কোন বাধা থাকবেনা।