আমেরিকা-চীনের বাণিজ্য যুদ্ধে অস্থির বাংলাদেশের সুতার বাজার

আমেরিকা-চীনের বাণিজ্য যুদ্ধে অস্থির বাংলাদেশের সুতার বাজার

শেয়ার করুন

base_1486219971-gffনিজস্ব প্রতিবেদক :

বাণিজ্য যুদ্ধ আমেরিকা আর চীনের। কিন্তু তাতে অস্থির দেশের সুতার বাজার। আর তার প্রভাব পড়ছে পুরো বস্ত্রখাতেই। যুক্তরাষ্ট্রের তুলার বড় বাজার চীন। কিন্তু ব্যবসায়ীরা যাতে সেই তুলা বেশি আনতে না পারে সেজন্য চীন তুলা আমদানিতে আরোপ করেছে,২৫ শতাংশ শুল্ক।

ফলে চীনা ব্যবসায়ীদের নজর এখন আরেক তুলা উৎপন্নকারী দেশ ভারতের দিকে। এতে করে সুযোগে বুঝে দাম বাড়াচ্ছে ভারতও। আর এই টানা-পোড়েনে বিপাকে পড়েছে বাংলাদেশের সুতা কারখানাগুলো। কারণ তাদের চাহিদার প্রায় ৫০ শতাংশ তুলা আসে ভারত থেকেই।

বস্ত্র খাতের উদ্যোক্তারা বলছেন, তুলার দাম ছয় বছরের মধ্যে এখন সবচেয়ে বেশি। আর্ন্তজাতিক বাজারে এক পাউন্ড তুলার দাম এখন ৯০ থেকে ৯৫ সেন্ট। যা আগে ছিল ৭৬ সেন্ট। যা ব্যয় বাড়াচ্ছে সুতা আর কাপড় উৎপাদনের।

এমন বাস্তবতায় বিপাকে দেশের তৈরি পোশাকখাতের উদ্যোক্তারা। বাড়তি দামেই তাদের কিনতে হচ্ছে বেশিরভাগ সুতা আর কাপড়।

নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর এই নেতা বলছেন সুতার বাজার স্বাভাবিক না হলে বড় ধরণের আঘাত আসবে তৈরি পোশাক রপ্তানিতেও।