আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পাটের ফলন ভালো হয়েছে

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পাটের ফলন ভালো হয়েছে

শেয়ার করুন

rajbari-pat-20180803101628
নিজস্ব প্রতিবেদক :

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পাটের ফলন ভালো হয়েছে। বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পাটের দাম না কমালে কৃষক ও ব্যবসায়ী উভয়ে লাভবান হবে বলে আশা করছেন কৃষকরা।

জামালপুরে বঙ্গবীর, পানপাতা, ফাল্গুনী, তোষা, কেনাফ, সিবিএল-১, ডি-১৫৪, ও-৪ এবং ও-৭২ জাতের পাটের চাষ হয়েছে। গত কয়েক বছর ফলন কম হলেও এবার ফলন ও বাজার দুই ভালো। তাই খুশি কৃষকরা।

আবহাওয়া অনুকূলে থাকায় মেহেরপুরে পাটের ফলন ভালো হয়েছে। তবে বড় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম কমিয়ে দিলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এদিকে জুট মিলে পাট সরবরাহকারীরা বলছেন, গতানুগতিক পদ্ধতিতে কাঁদা মাটি দিয়ে পাট জাগ দেওয়ায় কারণে এ অঞ্চলের পাটের মান কিছুটা খারাপ হয়। জেলা কৃষি কর্মকর্তাও জানালেন, রিবোন রেটিং পদ্ধতিতে পাট জাগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।