আন্তর্জাতিক স্বর্ণের বাজারে দাম বাড়তে শুরু করেছে

আন্তর্জাতিক স্বর্ণের বাজারে দাম বাড়তে শুরু করেছে

শেয়ার করুন

fds

নিজস্ব প্রতিবেদক :

এক সপ্তাহ দরপতনের পর বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। এ অবস্থায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় ঊর্ধ্বমুখী রয়েছে স্বর্ণের দাম।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক গতিতে প্রবৃদ্ধি নিয়ে অনিশ্চয়তার কারণে ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদহার বাড়ানো থেকে বিরত ছিল। পাশাপাশি ব্রেক্সিটের কারণেও স্বর্ণের বাজারে প্রভাব পড়ে। এ কারণে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ২৫ শতাংশ। আর তাই ব্যবসায়ীরা স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন।

নিউইয়র্ক কোমেক্সে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম আউন্সপ্রতি দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৬ ডলার ৭০ সেন্টে লেনদেন হয়।

গত মাসের কর্মসংস্থান-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের আগে স্বর্ণের বাজারে সামান্য পরিবর্তন দেখা যায়। গত বৃহস্পতিবার ধাতুটির দাম কমে ২৪ জুনের পর সর্বনিম্নে নামে। স্বর্ণের পাশাপাশি বাড়তির দিকে রয়েছে রুপার দাম।

কোমেক্সে ডিসেম্বরে সরবরাহের জন্য আউন্সপ্রতি রুপার দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১৯ ডলার ৩৭ সেন্টে লেনদেন হয়। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে প্লাটিনাম ও প্লাডিয়ামের বাজারও রয়েছে ঊর্ধ্বমুখী।