আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

শেয়ার করুন

gold9এটিএন টাইমস ডেস্ক :

আন্তর্জাতিক বাজারে দাম কমার একদিন পর আবার দাম বেড়েছে স্বর্ণের দর। স্বর্ণের বাড়লেও দাম কমেছে তামা, রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের।

নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের কোমেক্সে আউন্সে ১ ডলার ৫০ সেন্ট দাম বেড়েছে স্বর্ণের। দাম দাড়িয়েছে ১ হাজার ২৫৫ ডলার ৫০ সেন্ট। মঙ্গলবার কোমেক্সের লেনদেন অধিবেশনের শেষে এই দাম নির্ধারণ করা হয়। কোমেক্সে স্বর্ণের দাম বাড়লেও কমেছে আরেক মূল্যবান ধাতু রুপার। প্রতি আউন্স রুপা বিক্রি হয় ১৬ ডলার ৮৩ সেন্টে।

সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপের ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা কমে আসছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও সুবাতাসের সম্ভাবনা দেখা দিয়েছে। এসবের প্রভাবে বড় দরপতন ঘটেছে ধাতুটির। এদিকে কোমেক্সে তামার দশমিক ৯ শতাংশ দাম কমেছে। একইভাবে দশমিক ৭ শতাংশ দাম কমেছে মূল্যবান ধাতু প্লাটিনামের।