‘অ্যাকসেসরিজ এবং মোড়কীকরণ খাত থেকে বিপুল আয় সম্ভব’

‘অ্যাকসেসরিজ এবং মোড়কীকরণ খাত থেকে বিপুল আয় সম্ভব’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

আগামীতে গার্মেন্টস অ্যাকসেসরিজ এবং মোড়কীকরণ খাত থেকে ১৮ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব। তৈরি পোশাকশিল্পের আধুনিকায়ন ও উন্নয়নে অষ্টমবারের মতো আন্তর্জাতিক গ্যাপেক্সপো মেলার উদ্বোধনে এ তথ্য দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ মেলা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। বাণিজ্যমন্ত্রী জানান দেশের রপ্তানি আয়ের অন্যতম খাত পোশাকশিল্পকে আরও আধুনিকায়নের কাজ করছে সরকার। পাশপাশি রপ্তানির জন্য খোঁজা হচ্ছে নতুন বাজার।

এজন্য পোশাকখাত সংশ্লিষ্ট বিনিয়োগ ও উদ্যোক্তা বাড়াতে বিভিন্ন ব্যাংকিং সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন মন্ত্রী। গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ভারতীয় প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন লিমিটেড এবং জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল সম্মিলিতভাবে ৪ দিনের এ মেলার আয়োজন করেছে।