‘অসাধু ব্যবসায়ীদের ফাঁকি দেয়া রাজস্ব দিয়ে দুটি পদ্বা সেতু নির্মান করা যেত’

‘অসাধু ব্যবসায়ীদের ফাঁকি দেয়া রাজস্ব দিয়ে দুটি পদ্বা সেতু নির্মান করা যেত’

শেয়ার করুন

মংলা প্রতিনিধি :

রাজস্ব বোর্ড বন্ড সুবিধা দিয়ে থাকে দেশিয় শিল্পকে আন্তর্জাতিকভাবে টিকিয়ে রাখার জন্য। যে সকল ব্যবসায়ীরা বন্ড সুবিধা পাবেন, তারা যেন এর অপব্যবহার না করে। বন্ড সুবিধা নিয়ে অনেক অসাধু ব্যবসায়ী এর অপব্যবহার করেছে। তাতে প্রতি বছর সরকার যে রাজস্ব হারাচ্ছে তা দিয়ে দুটি পদ্বা সেতু নির্মান করা যেত।

মংলা বন্দর কর্তপক্ষের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে বন্দরের ব্যবসায়ী, শিপিং এজেন্ট,সি এন্ড এফ এজেন্ট ও প্রশাসনের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো: নজিবুর রহমান এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, পদ্বা সেতু ও মংলা বন্দরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু ও বন্ড সুবিধা যথাযথ ভাবে ব্যবহার করা গেলে হলে এ এলাকা থেকে সরকার যে রাজস্ব পাবে তা দিয়ে দেশের আরো উন্নয়ন কাজ করা যাবে।

মংলা বন্দর কর্তপক্ষের চেয়ারম্যান কমডোর ফারুক হাসানের সভাপত্বিতে মতবিনিময়  সভায় রাজস্ব বোর্ডেও কর্মকর্তা, কাষ্টমস, বন্দও ব্যবহারকারী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । পওে এনবিআর চেয়ারম্যান মংলা বন্দর জেটি পরিদর্শন করেন।