করোনায় দেশে আরও ২০ জনের মৃত্যু

করোনায় দেশে আরও ২০ জনের মৃত্যু

শেয়ার করুন

corona new

নিজস্ব প্রতিবেদক।।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে।

নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৪৪০ জন। এ সময় সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। দেশে মোট ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

রোগী শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। করোনাভাইরাসের মহামারি শুরুর পর দেশে শনাক্তের হারে এটাই সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৪ জুলাই শনাক্তের সর্বোচ্চ হার ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ।

শুক্রবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ২০ জনের মধ্যে নারী ১২ জন ও পুরুষ ৮ জন। অধিদপ্তরের দেওয়া তথ্য অনুসারে, চট্টগ্রাম বিভাগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯ জন মারা গেছেন।

এ ছাড়া ঢাকায় ৫ জন, রাজশাহী ও সিলেটে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহে ১ জন করে করোনা রোগী মারা গেছেন।

গতকাল শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৯৮ শতাংশ। এদিন সংক্রমণ শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮০৭ জন। আর মারা যান ১৫ জন।