বরিশালে জেলা প্রশাসনের করোনা রোগীদের জন্য বিনামুল্যে অক্সিজেন সেবা চালু

বরিশালে জেলা প্রশাসনের করোনা রোগীদের জন্য বিনামুল্যে অক্সিজেন সেবা চালু

শেয়ার করুন


 ।। স্টাফরিপোর্টার, বরিশাল ।।

বরিশালের জেলা প্রশাসন করোনা রোগীদের জন্য বিনামুল্যে অক্সিজেন সেবা চালু করেছে । আজ বরিশাল সার্কিট হাউজ চত্বরে এই অক্সিজেন সেবার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ।

এ সময়ে অন্যদের মধ্যে বরিশালের এনডিসি মোঃ নাজমুল হুদা ও সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস বরিশাল রোটারী ক্লাবের সভাপতি মহাসনাইন চৌধুরী উপস্থিত ছিলেন । কোন করোনা আক্রান্ত রোগী যারা বাসায় বসে চিকিৎসা নিচ্ছে তারা এই সেবা কেন্দ্রে ফোন করলেই অক্সিজেন পৌছে যাবে তার কাছে এবং প্রশিাক্ষত স্বেচ্ছাসেবকরা রোগীকে অক্সিজেন লাগিয়ে দেবে । প্রথমে ৫০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই সেবা চালু করা হয়েছে । এদিকে বরিশাল রোটারী ক্লাব বরিশালের জেলা প্রশাসকের নিকট ১শ টি অক্সিজেন সিলিন্ডার ও ইনজেকশনসহ ওষুধ হস্তান্তর করেছে ।