দিনাজপুরে করোনায় আরও ৪ জনের মৃত্যু, লকডাউন মানছে না মানুষ

দিনাজপুরে করোনায় আরও ৪ জনের মৃত্যু, লকডাউন মানছে না মানুষ

শেয়ার করুন

 

Screenshot (275)

।। হুমায়ুন কবীর, দিনাজপুর।।
গত ২৪ ঘন্টায় দিনাজপুরে আরো ৪ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং
১০৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। গতকাল সোমবার দিনাজপুর জেলা
সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৃত ৪ জনের মধ্যে ৩ জন সদর ও ১ জন চিরিরবন্দর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায়
করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ১৯৪ জনের। আর নতুন আক্রান্ত ১০৮ জনের মধ্যে
৪৫ জন সদর উপজেলায়। এছাড়া ফুলবাড়ী উপজেলায় ১৯, বিরলে ১১, বোচাগঞ্জ ও
পার্বতীপুরে ১০ জন করে, কাহারোলে ৫, চিরিরবন্দরে ৩, বীরগঞ্জে ২, বিরামপুর,
ঘোড়াঘাট ও হাকিমপুরে ১ জন করে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ও সুস্থ হিসেবে
বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা মোট ২ হাজার ১৭৫ জন।
এদিকে করোনা আক্রান্ত হয়ে আরও রোগীর মৃত্যু হলেও তা সিভিল সার্জনের
রিপোর্টে না আসায় এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। বিভ্রান্তি নিরসনে
সিভিল সার্জনের ফেসবুক পেজে একটি পোষ্ট দেয়া হয়েছে। পোষ্টে উল্লেখ করা
হয়েছে, সকলের জ্ঞাতার্থে জানানো দরকার যে, সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর
এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুধুমাত্র পরীক্ষাগারে কোভিড-১৯ পজিটিভ এবং
দিনাজপুর জেলার অধিবাসী এমন মৃত রোগীদের কোভিড-১৯ আক্রান্ত মৃত হিসেবে
দেখানো হয়। করোনার উপসর্গ নিয়ে মৃত বা অন্য জেলার অধিবাসী যারা দিনাজপুরে
মৃত্যুবরণ করে তাদের আমরা কোভিড-১৯ পজিটিভ মৃত্যু হিসেবে দেখাই না। আর এ
ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের সুনির্দিষ্ট নির্দেশনাও রয়েছে যে, কোভিড-১৯
পজিটিভ মৃত্যু বলতে পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় যারা পজিটিভ হয়ে মৃত্যুবরণ করেন
তারা কোভিড-১৯ আক্রান্ত মৃত। সুতরাং কোন বিষয়ে বিভ্রান্ত না হবার জন্য অনুরোধ
করা যাচ্ছে।
অন্যদিকে চলমান কঠোর লকডাউন ইতোমধ্যে দিনাজপুরে ভেঙ্গে পড়েছে। পুরো শহর
সারাদিনই চলছে স্বাভাবিকভাবে। কোথাও কোন বিধি-নিষেধের বালাই নেই।
প্রশাসনের উপস্থিতিতে শুধু চোর-পুলিশ খেলা ছাড়া আর কিছুই লক্ষ্য করা যায়নি।
গতকাল সোমবার শহরময় এমন দৃশ্যই দেখা গেছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের
নেতৃত্বে সেনা, বিজিবি, পুলিশসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী যেদিক দিয়ে
যায়, সেদিক দিয়ে সব বন্ধ হয়ে যায়। আবার পিছনেই সবকিছু খুলতে থাকে।
এভাবেই চলতে থাকে সারাদিন। সব মিলে লকডাউন কোনভাবেই মানতে আগ্রহী
হচ্ছে না মানুষ।