করোনা রোগীতে ভরপুর রাজধানীর ৪৪ হাসপাতাল, চিকিৎসা দিতে হিমশিম অবস্থা

করোনা রোগীতে ভরপুর রাজধানীর ৪৪ হাসপাতাল, চিকিৎসা দিতে হিমশিম অবস্থা

শেয়ার করুন

dmch dhaka-medical-college-hospital ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল

করোনা রোগীতে ভরে গেছে রাজধানীর হাসপাতালগুলো। নির্ধারিত ৪৪টি সরকারী-বেসরকারী করোনা হাসপাতালের বেশিভাগেই খালি নেই সাধারণ শয্যা ও আইসিইউ। রোগীদের চিকিৎসা দিতে রীতিমত হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আরো সংক্রমন বাড়লে চিকিৎসা দেয়া কঠিন হবে বলছেন-সংশ্লিষ্টরা।
আইসিইউর একটি খালি সিট এখন যেন

সোনার হরিণ। আবার অনেক কষ্টে সেটা পাওয়া গেলেও স্বজন সুস্থ হয়ে ফিরে আসবেন কিনা, এ নিয়েও সংশয়। স্বজন আর চিকিৎসকদের মনস্তাত্তিক যুদ্ধক্ষেত্র যেন হাসপাতালের আইসিইউ।
মিরপুরের আনোয়ারা বেগম করোনা আক্রান্ত হয়েছেন সাতদিন আগে। তার অক্সিজেন লেভেল কমছে। আইসিইউ লাগবে। কাকরাইলের এই হাসপাতালে এসে একটি আইসিইউ বেড পেয়ে অনেকটাই স্বস্তিতে তার পরিবার।
একটি বেডই কি কেবল স্বস্তি?
আইসিইউর বাইরে স্বজনদের এই প্রতীক্ষা, রোগীর একটু ভাল খবরের আশায়। আশা-নিরাশা দোলাচলে মাঝে মাঝে চিকিৎসকের ধর্না অসহায়ের মতো।
ব্যবধান একটি কাঁচের দেয়াল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রিয়জনকে ফিরে পাওয়া না পাওয়ার শঙ্কায় অপেক্ষার প্রহর অনেক দীর্ঘ।