করোনায় শনাক্তের হার ৫.৬৭ শতাংশ, একদিনে আক্রান্ত প্রায় সাড়ে ১১শ

করোনায় শনাক্তের হার ৫.৬৭ শতাংশ, একদিনে আক্রান্ত প্রায় সাড়ে ১১শ

শেয়ার করুন

corona

নিজস্ব প্রতিবেদক।।

করোনাভাইরাসে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারী ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৮ জনে।

একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৬ জন। আক্রান্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশে। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ। গতকাল করোনায় দেশে সাতজনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছিল ১ হাজার ১৪০ জন।

শুক্রবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৫২টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৮৯০টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১ হাজার ১৪৬ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। এ নিয়ে দেশে ১৫ সপ্তাহ পর দৈনিক নমুনা পরীক্ষার হার পাঁচের উপরে উঠলো। গত ২০ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৬ শতাংশ।

এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৫৪০টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।