করোনায় দেশে ৭ জনের মৃত্যু, কমেছে শনাক্তের সংখ্যাও

করোনায় দেশে ৭ জনের মৃত্যু, কমেছে শনাক্তের সংখ্যাও

শেয়ার করুন

corona

নিজস্ব প্রতিবেদক।।

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছিল এবং রোগী শনাক্ত হয়েছিল ৫১৮ জন। তথ্য অনুযায়ী আগের দিনের তুলনায় নতুন রোগী ও মৃত্যু কমেছে।

সবশেষ ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫৬৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৬৬ জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। আগের দিন এ হার ছিল ২ দশমিক ৩৪ শতাংশ।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ এবং দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত নমুনা পরীক্ষার মোট হার ১৫ দশমিক ৫৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে সরকারি হাসপাতালে পাঁচজন ও বেসরকারি হাসপাতালে দুইজন মারা গেছেন।

মৃতদের বয়স চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব চারজন ও সত্তর বছরে বেশি বয়সী দুইজন মারা যান।

বিভাওয়ারি হিসাবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে দুইজন এবং রাজশাহী ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় এ ভাইরাস থেকে সেরে উঠেছেন ৬৯৫ জন। এ নিয়ে দেশে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ।