করোনায় একদিনে ১৭ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৯ হাজারেরও বেশি

করোনায় একদিনে ১৭ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৯ হাজারেরও বেশি

শেয়ার করুন

Corona

নিজস্ব প্রতিবেদক।।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন আরও ৯ হাজার ৬১৪ জন।

আগের দিনের তুলনায় শনাক্তের সংখ্যা ও হার কমলেও এদিন বেড়েছে মৃত্যুর সংখ্যা।

এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জনে। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২০৯ জন। এর আগের দিন (২১ জানুয়ারি) ১১ হাজারের বেশি শনাক্ত ও ১২ জনের মৃত্যু হয়।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬ জন নারী ও ১১ জন পুরুষ। মারা যাওয়াদের বিভাগওয়ারি বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম ও খুলনায় ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। এছাড়া বাকি তিন বিভাগে কারও মৃত্যু হয়নি।

শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ৩৪ হাজার ৩১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৮ দশমিক শূন্য ২ শতাংশ।

আগের দিন এ হার ছিল ২৮ দশমিক ৪৯ শতাংশ। আগের দিন মারা গিয়েছিল ১২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে সেরে উঠেছেন ৪৮২ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।