এক সপ্তাহ পেছাল গণটিকা ক্যাম্পেইন

এক সপ্তাহ পেছাল গণটিকা ক্যাম্পেইন

শেয়ার করুন

Covid vaccine with needle
লকডাউন বাড়ানোয় এক সপ্তাহ পেছানো হয়েছে গণটিকা ক্যাম্পেইন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৪ আগস্ট থেকে শুরু হবে গণটিকা। ৭ আগস্টে হবে পরীক্ষামূলক টিকা দান।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেয়া হবে। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

গ্রামীণ পর্যায়ে করোনার টিকা দিতে, সরকারের যে মাইক্রোপ্ল্যান তা ঠিকই আছে বলে জানান, মহাপরিচালক।

প্রসঙ্গত ৭ আগস্ট থেকে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে গণটিকা কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। করোনা সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধিনিষেধ প্রায় অকার্যকর হয়ে পড়ায় গণটিকার সিদ্ধান্ত নেয় সরকার। এই প্রেক্ষাপটে সপ্তাহে এক কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হবে বলে জানায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।