৮ জুন থেকে খুলে দেয়া হচ্ছে জাবির আবাসিক হল

৮ জুন থেকে খুলে দেয়া হচ্ছে জাবির আবাসিক হল

শেয়ার করুন

সাভার প্রতিনিধি :

আগামী ৮ জুন থেকে খুলে দেয়া হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল। তবে ক্লাস ও নিয়মিত পরীক্ষা শুরু হবে এর প্রায় একমাস পর ৭ জুলাই থেকে।

শনিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কারযালয়ে এক জরুরি সিন্ডিকেট সভার পর এই সিদ্ধান্ত নেয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আগেই সড়ক দূর্ঘটনায় নিহত দুই ছাত্রের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, বিশ্ববিদ্যালয়ের বাহিরে ঢাকা-আরিচা মহাসড়কে গতিরোধক নির্মাণ ও সিসিটিভি বসানোর সিদ্ধান্তও নেয়া হয় সভায়।

শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার সঙ্গে পরামর্শের পর সিদ্ধান্ত জানানো হবে বলেও এ সময় জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ২৬ মে সাভারের সিএন্ডবি রোডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নাজমুল ও আরাফাত মারা যায়। শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস। পরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়।