শিক্ষার্থীদের আন্দোলনে অচল গণ বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের আন্দোলনে অচল গণ বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন

received_2102412386661848গণ-বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের অনুমোদনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (১২ ডিসেম্বর)অর্ধদিবস ও বুধবার(১৩ ডিসেম্বর) পূর্ণদিবস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও পরীক্ষা নিয়ন্ত্রক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এর আগে শুধু প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও রবিবার সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে স্লোগান দিচ্ছেন। আগুন প্রজ্জ্বলোন করে রেখেছেন প্রধান ফটকের সামনে।

বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। কোনো শিক্ষক-শিক্ষার্থী এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কোনো কর্মকর্তা এ ব্যাপারে কোন মন্তব্য করেননি। িআন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পূর্ণ অনুমোদন না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।