লেকহেড স্কুলে ৭ দিনের মধ্যে নতুন ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ

লেকহেড স্কুলে ৭ দিনের মধ্যে নতুন ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ

শেয়ার করুন

লেকহেড স্কুল
নিজস্ব প্রতিবেদক :

জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে বন্ধ করে দেয়া লেকহেড গ্রামার স্কুলে ৭ দিনের মধ্যে নতুন ম্যানেজিং কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছেন আপীল বিভাগ। আর সে পযর্ন্ত স্কুলটির ধানমন্ডি ও গুলশান শাখা বন্ধ থাকবে।

ঢাকার বিভাগীয় কমিশনারকে প্রধান করে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই কমিটি গঠনের নির্দেশ দেন আদালত। একইসঙ্গে কমিটিতে সেনাবাহিনীর এডুকেশন কোরের একজনকে প্রিন্সিপ্যাল হিসেবে রাখার আদেশ দিয়েছেন আদালত।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ সকালে এ আদেশ দেন। আদালতে লেকহেড স্কুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ১৪ নভেম্বর লেকহেড গ্রামার স্কুলের ধানমন্ডি ও গুলশান শাখা ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।