রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন ড.শাজাহান আলী

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন ড.শাজাহান আলী

শেয়ার করুন

Shajahan
শরীফুল ইসলাম , কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. শাজাহান আলী। মঙ্গলবার শিক্ষামন্ত্রনালয়ের উপ-সচিব জিনাত রেহানা স্বাক্ষরিত এক চিঠিতে নিয়োগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. জহুরুল ইসলাম। তিনি জানান বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল অ্যাডভোকেট আব্দুল হামিদ তাকে নিয়োগ দিয়েছেন।

২০১০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে অধীনে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়। প্রাথমিক পর্যায়ে ৭টি বিভাগের অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি)। আপাতত কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় অস্থায়ী কার্যালয় হিসেবে একাডেমিক কার্যক্রম শুরু হলেও সরকারী নির্দেশনা অনুযায়ী আগামী ৭বছরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে ফিরে যাবে। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শান্তিনিকেতনের আদলে কুষ্টিয়ার শিলাইদহে পূর্ণাঙ্গ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। ২০১০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের অধীনে ইউজিসি ও সরকারী অনুমোদন পায় বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়টি সরকারী পৃষ্টপোষকতায় এবং বেসরকারি উদ্যোগে পরিচালিত হবে।