যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত ঢাবি অধ্যাপককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত ঢাবি অধ্যাপককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাদাৎ হোসেনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সমাজ বিজ্ঞান বিভাগের দুই নারী শিক্ষার্থী গত বছর একই বিভাগের শিক্ষক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে বিষয়টি তদন্ত করতে নারী নির্যাতনবিরোধী সেলকে দায়িত্ব দেয়।

তদন্তে ওই শিক্ষকের অপরাধ প্রমাণ হলে, তাকেঁ বরখাস্ত করা হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন অ্যধাপক শাহাদাৎ। তাঁর আইনজীবীদের বক্তব্য, কারণ দর্শাও নোটিশ না দিয়েই, বাধ্যতামূলক ছুটিতে থাকা অবস্থায় অধ্যাপক শাহাদাতকে বরখাস্ত করা হয়, যা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী।

এর প্রেক্ষিতে হাইকোর্টে বেঞ্চ মঙ্গলবার, বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে, অধ্যাপক শাহদাৎকে চাকরি ফিরিয়ে দিতে বলেছেন।