যশোর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

যশোর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

শেয়ার করুন

Jessore_University_of_Science_&_Technology_logo
যশোর প্রতিনিধি :

৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং এক কর্মচারীকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যায় শিক্ষকদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে  দোষী প্রমাণিত বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে আজীবন ও ৫ জনকে এক বছরের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-  হুমায়রা আজমিরা এরিন, একরামুল কবির দ্বীপ ও মো: রোকনুজ্জামান।

১ বছরের জন্য বহিস্কৃতরা হলেন, আসিফ আল মাহমুদ, মো. মোতাসসিন বিল্লাহ, মাহমুদুল হাসান শাকিব, নিশাত তাসনীম ও হারুন অর রশীদ। বহিষ্কৃত শিক্ষার্থীদের, হলে অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  এছাড়া, এক ছাত্রীকে মানসিকভাবে হেনস্তার দায় প্রমাণিত হওয়ায়  কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মচারী রকিব রহমানকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।