বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

শেয়ার করুন

Captureনিজস্ব প্রতিবেদক :

মাদকসেবীদের আক্রমণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

দোষীদের শাস্তি না হলে ১৫তম ব্যাচের ক্লাশ বর্জন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা। আজ দুপুরের পরে, বুয়েটের প্রধান ফটকের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় পলাশী থেকে বকশীবাজার সড়কে যান চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।

তারা জানান, গত ২৬ ও ২৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হকের কয়েকজন শিক্ষার্থী বুয়েটের শিক্ষার্থীদের মারধোর করে। মাদকসেবনের প্রতিবাদ করায় বুয়েটের শিক্ষার্থীরা ওই হামলার শিকার হন অভিযোগ করে তারা বলেন, এখন হলে থাকতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।