বন্ধই থাকছে লেকহেড গ্রামার স্কুল

বন্ধই থাকছে লেকহেড গ্রামার স্কুল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জঙ্গিবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে রাজধানীর গুলশান ও ধানমন্ডির লেকহেড গ্রামার স্কুলের দুটি শাখা আরো ১০ দিন বন্ধ থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

এ সময়ের মধ্যে এই স্কুল খুলে দেয়ার বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।

রোববার সকালে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার লেক হেড স্কুল ২৪ ঘন্টার মধ্যে খুলে দেয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরদিন বুধবার চেম্বার আদালত ওই নির্দেশ রোববার পর্যন্ত স্থগিত করেন এবং বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। আজ আপিল বিভাগে শুনানির সময়, বতর্মানে স্কুল পরিচালনায় সংশ্লিষ্ট কেউ জঙ্গিবাদে সম্পৃক্ত কিনা, তা তদন্ত সাপেক্ষে আগামী ১০ দিনের মধ্যে অ্যাটর্নি জেনারেলকে আদালতে জমা দিতে হবে।