‘ঢাবি অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষার ফলাফল ৩০ নভেম্বরের মধ্যে’

‘ঢাবি অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষার ফলাফল ৩০ নভেম্বরের মধ্যে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালের অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষার ফলাফল ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশ হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. অধ্যাপক আকতারুজ্জামান। তার আশ্বাসের প্রেক্ষিতে এই সময়ে আর আন্দোলনে যাবে না।

সোমবার দুপুরে সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে উপাচার্য এ আশ্বাস দেন। এর আগে রোববার রাজধানীর নীলক্ষেতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে দেখা করে নভেম্বর মাসের মধ্যে চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশের আশ্বাস দিয়েছিলেন। তখন ছাত্ররা অক্টোবরের মধ্যেই ফলাফল দিতে হবে বলে স্লোগান দেয়।

বেশকিছু দিন ধরে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। ওই পাঁচ দফা দাবি মধ্যে ছিল- এক হাজার ২০০ ছাত্রের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, দ্বিতীয় ও চতুর্থ বর্ষের ফল দ্রুত প্রকাশ, অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ ও অধিভুক্ত সাত কলেজের জন্য আলাদা ওয়েবসাইট খোলা।