ঢাবির ভিসি প্যানেলের কার্যকারিতা স্থগিত

ঢাবির ভিসি প্যানেলের কার্যকারিতা স্থগিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেলের কার্যকারিতা স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী ছাত্র প্রতিনিধি না রেখে গঠন করা সিনেটের সভা কেন অবৈধ হবে না এ বিষয়ে হাইকোর্টের দেয়া রুল ৪ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে একটি রিটের প্রেক্ষিতে হাইকোর্ট গত ২৯ জুলাইয়ের সিনেট অধিবেশনের কার্যকারিতা স্থগিত করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী উপাচার্য প্যানেল নির্বাচনে ২০ এর ১ ধারায় বরা হয়েছে, সিনেটে ১০৫ জন সদস্য থাকবেন। যদিও এখন আছেন মাত্র ৫৫ জন।

ওই ধারা অনুযায়ী ২০ জন মনোনীত, ২৫ জন নির্বাচিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি এবং ৫ জন ডাকসুর মনোনীত ছাত্র প্রতিনিধির পদ শূন্য রয়েছে। এই পদগুলো পূরণ করা নিয়ে বর্তমানে ছাত্ররাও আন্দোলন করছেন।