ঢাবিতে ১৯৭১ ফুট দীর্ঘ আলপনা আঁকলেন শিক্ষার্থীরা

ঢাবিতে ১৯৭১ ফুট দীর্ঘ আলপনা আঁকলেন শিক্ষার্থীরা

শেয়ার করুন

40545257_721463321534716_3039298478476886016_n
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের নব নির্মিত ৭ মার্চ ভবন নামে একটি ছাত্রী নিবাস উদ্বোধন উপলক্ষে সড়কে ১ হাজার ৯৭১ ফুট দৈর্ঘ্য ও ৭ ফুট প্রস্থ আলপনা একেঁছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদের উদ্যোগে এই আলপনা আকাঁ হয়েছে। শুক্রবার দোয়েল চত্বর থেকে বাংলা একাডেমি, রাজু ভাষ্কর্য হয়ে রোকেয়া হল পর্যন্ত এই আলপনা আঁকা হয়। চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে রোকেয়া হল পর্যন্ত সড়কেও সুদৃশ্য আলপনা আঁকা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টায় রোকেয়া হলের ছাত্রীদের জন্য, ৭ মার্চ নামে নতুন আবাসিক ভবনের উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতেই রাস্তায় আলপনা আঁকা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।