ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জগন্নাথ হলে ট্রাজেডির ঘটনায় শোক দিবস পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

১৯৮৫ সনের ১৫ অক্টোবর জগন্নাথ হলে চল্লিশজন শিক্ষার্থীর প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয়েছিল আরো অনেক ছাত্র ও অতিথি। পুরনো গণপরিষদ ভবনের মিলনায়তনের ছাদ ধসে এ দূর্ঘটনার সূত্রপাত হয়। পুননির্মিত সেই ভবন এখন অক্টোবর স্মৃতি ভবন।

সেই দিনে সেখানে শ্রদ্ধা জানান শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই দূর্ঘটনাকে শোক দিবস হিসেবে পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটিকে স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের সকল হল ও প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়।