ঢাকায় নন্দিতার নারী উদ্যোক্তা ও ব্যবসা সম্মেলন

ঢাকায় নন্দিতার নারী উদ্যোক্তা ও ব্যবসা সম্মেলন

শেয়ার করুন

ক্যারিয়ার প্রতিবেদক: ১১ ফেব্রুয়ারি ঢাকার ইএমকে সেন্টারে উইমেন ইন বিজনেজ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সামাজিক উন্নয়ন সংগঠন নন্দিতার আয়োজনে দেশের বিভিন্ন ক্ষেত্রের নারীরা অংশ নিচ্ছেন এই সম্মেলনে। সম্মেলনের উদ্যোক্তা নন্দিতা শারমিন বলেন, ‘আমাদের দেশের নারীরা নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীদের সংগ্রাম আর উদ্যোক্তা-পেশাজীবী হয়ে ওঠার গল্প আমরা শুনতে চাই। নতুন প্রজন্মের নারীদের সেই সব গল্প থেকে শিক্ষা নেয়ার সুযোগ তৈরির জন্যই উইমেন ইন বিজনেজ সম্মেলন।’

nandita

দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন এমন আলোচিত ও বিশেষজ্ঞ নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, করপোরেট ব্যক্তিত্বসহ নানা ক্ষেত্রের আলোচিত নারীরা অংশ নিবেন এই সম্মেলনে। নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কেউই অংশ নিতে পারবেন এই সম্মেলনে। সম্মেলনের কৌশলগত সহযোগি হিসেবে আছে ইএমকে সেন্টার ও লিন ইন ঢাকা। রেজিস্ট্রেশনের লিংক: https://www.facebook.com/events/1384431575072911

Untitled
উল্লেখ্য, নন্দিতা বিশিষ্ট নারী উদ্যোক্তা নন্দিতা শারমিনের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক নারী উন্নয়ন প্ল্যাটফর্ম। শুধু বাংলাদেশের নারী উন্নয়নে কাজ করছেন না নন্দিতা, বাংলাদেশসহ ভারত, যুক্তরাজ্যের মত দেশে নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে নন্দিতা শারমিন।