‘ডাকসু নির্বাচন না দিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করা শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের তামাশা’

‘ডাকসু নির্বাচন না দিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করা শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের তামাশা’

শেয়ার করুন

DU20170801215512নিজস্ব প্রতিবেদক :

আদালতের রায়ের পরও, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুর নির্বাচন না দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করাকে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের তামাশা বলে মন্তব্য করেছেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।

তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, জাতীয় নির্বাচনের আগে অন্যান্য নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। এ কারণেই ছয় মাসের মধ্যে নির্বাচনের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসু নির্বাচনের নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সোমবার লিভ টু আপিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে মনজিল মোরসেদ বলেন, একদিকে নির্বাচন দেয়ার ঘোষণা আবার নির্বাচন দিতে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ধরনের দ্বিমুখী অবস্থান।

তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল চেয়ে মনজিল মোরসেদের করা আবেদন তালিকা থেকে বাদ দিয়েছেন আদালত।