ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাবির আপিল

ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাবির আপিল

শেয়ার করুন

DU20170801215512নিজস্ব প্রতিবেদক :

ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়। আপিলে অ্যাডভোকেট অন রেকর্ড হয়েছেন মধু মালতি। নির্বাচন চেয়ে রিট দায়ের করা আইনজীবী মনজিল মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশনসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ঢাবি প্রশাসন।

ওই বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছিলেন, ‘ডাকসু নির্বাচনের বিষয়টি গভীরভাবে অনুভব করছি, নির্বাচনটা দরকার। গত ১৭ জানুয়ারি আদালতের এক আদেশে ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন দিতে ঢাবি উপাচার্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়।