ছাত্র সংসদ নির্বাচন চান জাবি শিক্ষার্থীরা

ছাত্র সংসদ নির্বাচন চান জাবি শিক্ষার্থীরা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমার্বতন অনুষ্ঠানে ডাকসু নির্বাচনের তাগিদ দেন রাষ্ট্রপতি। তাঁর এ বক্তব্যে আশাবাদি হয়ে উঠেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থী ও ছাত্রনেতারাদেরও দাবি, ছাত্র সংসদ নির্বাচন।

রাজধানীর খুব কাছে, দেশে একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর। বিচিত্র বৃক্ষের সমাহার, লাল মাটির উঁচু-নিচু ভূমি আর জলাশয় মিলে, ৭০০ একরের এক সুবজ-শ্যামল ক্যাম্পাস। নিসর্গের সঙ্গে এখানে মিশে গেছে, আধুনিক স্থাপনাশৈলী।

১৯৯২-৯৩ শিক্ষা বছরে এ বিশ্ববিদ্যালয়ে শেষবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এরপর দীর্ঘ ২৪টি বছর। বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নির্বাচনের দাবি উঠলেও, তা আলোর মুখ দেখেনি।

ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার। ভবিষ্যৎ নেতৃত্বের পাইপ লাইন বলে মনে করেন ক্ষমতাসীন দলের ছাত্রনেতারাও। ডাকসু নিয়ে আচার্যের বক্তব্যের পর, জাকসু নির্বাচন অনুষ্ঠান নিয়ে দ্বিমত নেই বিশ্বদ্যিালয় প্রশাসনেরও।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে অর্থমন্ত্রী ছাত্র রাজনীতির আদর্শ ও গুরুত্ব তুলে ধরে জাকসু নির্বাচনের প্রতি জোর দেন।

বাংলা নাটকের প্রবাদপুরুষ সেলিম আল দীন তাঁর প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ডাকতেন, ‘বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী’ বলে। সে ক্যাম্পাস হোক মুক্তমতের চর্চাক্ষেত্র, এ প্রত্