চবিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু

চবিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু

শেয়ার করুন

%e0%a6%9a%e0%a6%ac%e0%a6%bf
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে আগামী ৩১ অক্টোবর।

রোববার সকালে বিজ্ঞান অনুষদের এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। এ বছর বিজ্ঞান অনুষদের এ ইউনিটে সর্বমোট ৫৫১টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়ে ৩২ হাজার ৭৭৩টি। এছাড়া এদিন দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটের জে ইউনিটের ভর্তি পরীক্ষা। এই ইউনিটের সর্বমোট ৯২টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৯ হাজার ১৯টি।

ভর্তি পরীক্ষার ২য় দিন সোমবার সকালে ইঞ্জিনিয়ারিং অনুষদ জি ইউনিটের ও বিকেলে সমুদ্র ও মৎস্য বিজ্ঞান ইনস্টিটিউট আই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ভর্তি পরীক্ষাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিবর্তন আনা হয়েছে শাটল ট্রেনের সময়সূচীতেও।