গণ বিশ্ববিদ্যালয়ে বাস্তব সম্মত শিক্ষায় ঔষধি গাছের প্রদর্শনী

গণ বিশ্ববিদ্যালয়ে বাস্তব সম্মত শিক্ষায় ঔষধি গাছের প্রদর্শনী

শেয়ার করুন

20170917_141528বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগের আয়োজনে রবিবার (১৭সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমীক ভবনের ২১০ নং কক্ষে ঔষধি গাছের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

ফার্মেসী বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মেসবাহ উদ্দিন আহমেদ এই প্রদর্শনীর উদ্বোধন করেন,এসময় সঙ্গে ছিলেন ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান ড: গোলাম মোহাম্মদ,পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ডঃ মেসবাহ উস সালেহিন এ সময় ফার্মেসী বিভাগের শিক্ষক শিক্ষার্থীসহ তিনি শিক্ষার্থীদের প্রদর্শিত ঔষধি গাছ এবং গাছের ঔষধি গুণাগুণ সম্পন্ন অংশের প্রদর্শনী ঘুরে দেখেন।

এই প্রদর্শনী সম্পর্কে জানতে চাইলে প্রদর্শনীর তত্ত্বাবধানে থাকা ফার্মেসী বিভাগের শিক্ষক মোঃ মনির হোসেন জানান, ‘ ওষুধের অন্যতম উৎস গাছ। আমাদের দেশে নানা প্রজাতির উদ্ভিদ রয়েছে এর মধ্যে রয়েছে সাড়ে পাঁচ শ ঔষধি উদ্ভিদ প্রজাতি বা ভেষজ। কিন্তু আমারা সব গাছের নাম জানি না। এই কর্মশালার মাধ্যমে আমারা নানা প্রজাতির ভেষজ উদ্ভিদের নাম জানতে পারছি। শিক্ষার্থীদের তাদের চারপাশে থাকা ঔষধি গাছের  গুণাগুণ সম্পর্কে জানতে পারছে’।