কড়াইল বস্তির প্রথম কবিতা আবৃত্তি অনুষ্ঠান

কড়াইল বস্তির প্রথম কবিতা আবৃত্তি অনুষ্ঠান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: কড়াইল বস্তিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো একটি কবিতা আবৃত্তির অনুষ্ঠান। তবে এটি শুধুই সাধারন একটি আবৃত্তির অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠানে যারা আবৃত্তি করেছেন তারা সবাই এই কড়াইলেরই শিশু এবং সবগুলি কবিতা এই শিশুদেরই লেখা। ঠিক এক বছর আগে ২২ ফেব্রুয়ারি ২০১৯ তাদের লেখা কবিতার একটি বই অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় যার নাম “আমাদের কবিতা”। এবার সেই প্রকাশনার বর্ষপূর্তি হিসেবে এই শিশু কবিরা নিজেদের কবিতা শুনিয়েছেন এলাকাবাসীকে। তাদের আবৃত্তি উপস্থাপনায় সঙ্গি হয়েছিল ইনভেন্টর’স পাপেট।

korail

এলাকার বিভিন্ন স্কুলের শিশুরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘অনারোগ্য প্রশমন সেবা’ অথবা ‘প্যালিয়েটিভ কেয়ার’ বিভাগের একটি স্থানীয় সেবাকেন্দ্র রয়েছে কড়াইল বস্তিতে, নাম ‘মমতাময় কড়াইল’। ২০১৮ সালে ১০-১৪ বছরের কিছু শিশুকে নিয়ে একটি কবিতা কর্মশালা আয়োজন করে মমতাময় কড়াইল। সেই কর্মশালায় অংশগ্রহনকারী শিশুরা অনেকেই উৎসাহি হয় কবিতা রচনা করতে এবং তারাই নিজেদের সুবিধাবঞ্চিত জীবন-বাস্তবতার মধ্যেই রচনা করেছেন বেশ কিছু চমৎকার কবিতা, যার সংকলন হচ্ছে ‘আমাদের কবিতা’। এর কবিতাগুলি ইংরেজি অনুবাদ সহ এই প্রকাশনায় রয়েছে যাতে এই সময়ের এমন বাস্তবতার এসব শিশুর কাব্যভ্রমনের প্রকাশভঙ্গিটুকু ভিন্নভাষাভাষী মানুষেরাও উপভোগ করতে পারেন। এটি অনুবাদ ও সম্পাদনা করেছেন এবিএম নাজমুল হুদা আর প্রকাশক জাগৃতি।