কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান গ্রেপ্তার

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান গ্রেপ্তার

শেয়ার করুন

33601979_487263838358976_7037036771825156096_nনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মিরপুর-১৪ নম্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটেও রাশেদ কে গ্রেপ্তার করা কথা স্বীকার করে খবর প্রকাশ করা হয়ছে। পুলিশ জানিয়েছে শাহাবাগ থানায়  তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আজ সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয় বাদী হয়ে শাহাবাগ থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শনিবার হামলা চালায় ছাত্রলীগ। এ ঘটনায় আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল হকসহ অন্তত ছয়জন আন্দোলনকারী আহত হন।