কোটা আন্দোলন : সোমবার থেকে অর্নিদিষ্টকালের ছাত্র ধর্মঘট

কোটা আন্দোলন : সোমবার থেকে অর্নিদিষ্টকালের ছাত্র ধর্মঘট

শেয়ার করুন

32430366_1000958093395105_1920234991338389504_n
নিজস্ব প্রতিবেদক :

আজ বিকাল ৫টার মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হলে সোমবার থেকে অর্নিদিষ্টকালের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। এই সময় সব পরীক্ষা ও ক্লাস বর্জনেরও ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার দুপুর  ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলন করে একথা জানান বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

পরিষদের আহবায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, ‘আমরা অনেক দিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। ৩২ দিন পার হলেও এখনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। আমাদের সঙ্গে সরকার ওয়াদা করেছে ৭ মের মধ্যে প্রজ্ঞাপন হবে। কিন্তু সেই প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি।
32350127_639778513025067_23246931396395008_n
সংবাদ সম্মেলনে আন্দোলনকারিরা বলেন, ৫ জেলার নাম পরিবর্তনের প্রজ্ঞাপন মাত্র ৫দিনে হলেও প্রধানমন্ত্রীর কোটা বিষয়ে বক্তব্য প্রজ্ঞাপন আকারে আসতে ৩২ দিন পেরিয়ে গেলেও হয় নি। তাই আজ বিকেলের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সোমবার থেকে ছাত্র ধর্মঘটেরও ডাক দেন।
32313480_1217274211742557_7014033030066995200_n
এর আগে আজ সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন এবং বিক্ষোভ কর্মসূচী পালন করেন তারা। বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা রাস্তায় থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বেগম রোকেয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।