কোটা আন্দোলনের নেতা নুরুকে আহত অবস্থায় হাসপাতাল থেকে বের করে দেয়া হল

কোটা আন্দোলনের নেতা নুরুকে আহত অবস্থায় হাসপাতাল থেকে বের করে দেয়া হল

শেয়ার করুন

564546নিজস্ব প্রতিবেদক :

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সুবিধা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরুকে আহত অবস্থায় হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

শনিবার সংবাদ সম্মেলন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরা উপস্থিত হলে ছাত্রলীগের কর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সুবিধা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরুসহ অনেকে আহত হন।

নুরুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর ধানমন্ডির আনোয়ার খান মেডিকেল কলেজ হসাপাতালে ভর্তি করা হয়। কিন্তু রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাকে হাসাপাতাল থেকে বের হয়ে যেতে দেখা যায়। এসময় তিনি অভিযোগ করেন, অসুস্থ থাকলেও কর্তৃপক্ষ তাকে হাসপাতাল ছেড়ে যেতে বলেন।