এমসি কলেজ ছাত্রাবাসে আগুন: সাবেক ৫ ছাত্রলীগ নেতাসহ ২৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

এমসি কলেজ ছাত্রাবাসে আগুন: সাবেক ৫ ছাত্রলীগ নেতাসহ ২৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

শেয়ার করুন

8e92d8e6bad1651bb8e9d694c16b56d6-5a0fe2dcb2805

সিলেট প্রতিনিধি :

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস আগুনে পোড়ানোর ঘটনায় সাবেক ৫ ছাত্রলীগ নেতাসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

৫ বছর আগে, সিলেটের এমসি কলেজের ঐতিহ্যবাহী ছাত্রাবাসে অগ্নিসংযোগকারী হিসেবে ২৯ জনকে চিহ্নিত করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। এদের অধিকাংশই ছাত্রলীগের নেতা-কর্মী। বাকিরাও সরকারি দলের রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, মুখ্য মহানগর বিচারিক হাকিম উম্মে সরাবন তহুরা।

২০১২ সালের ৮ জুলাই সন্ধ্যায় ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষের জের ধরে কলেজের ছাত্রাবাসে আগুন দেওয়া হয়। এতে ৪২টি কক্ষ ভস্মীভূত হয়। ঘটনার পাঁচ বছর পর গত বুধবার সিলেটের মহানগর বিচারিক হাকিম আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।