এক মাস ধরে নিজ কার্যালয়ে আসতে পারছেন না কুবি উপাচার্য

এক মাস ধরে নিজ কার্যালয়ে আসতে পারছেন না কুবি উপাচার্য

শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের মুখে প্রায় এক মাস ধরে নিজ কার্যালয়ে আসতে পারছেন না উপাচার্য। এবার স্থগিত হয়ে গেল ভর্তি পরীক্ষাও। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আর পাল্টাপাল্টি দোষ চাপাচ্ছে শিক্ষকদের দুই পক্ষ।

উপাচার্যের পদত্যাগসহ ১৪ দফা দাবিতে গত ১৫ অক্টোবর থেকে আন্দোলনে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। তখন থেকেই তালা ঝুলিয়ে রাখা হয়েছে উপাচার্যের দপ্তরে। নিজের দপ্তরে যেতে পারছেন না উপাচার্য মো. আলী আশরাফ। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে হঠাৎ ঘোষণা দেয়া হয়েছে, ১৭ ও ১৮ নভেম্বরের ভর্তি পরীক্ষা স্থগিতের।
এ সিদ্ধান্তকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করছেন আন্দোলনরত সমিতির শিক্ষকরা। তারা দোষারোপ করেছেন উপাচার্যপন্থিদের ওপর।

তবে, বঙ্গবন্ধু পরিষদের নেতারা উপাচার্যের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, তাকে কার্যালয়ে আসতে না দেয়াতেই এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

অনেকটা অসহায়ত্ব স্বীকার করে নিয়েই, উপাচার্য আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে আনার।  শিক্ষকদের দু’পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে ক্লাসও হচ্ছে অনিয়মিত। অনিশ্চয়তায় পড়েছে ভর্তি পরীক্ষা।