আন্দোলনের মুখে শাবির ভর্তি ফরমের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার

আন্দোলনের মুখে শাবির ভর্তি ফরমের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার

শেয়ার করুন

 

সিলেট প্রতিনিধি :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরমের দাম বাড়ানোর আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। তবে ৫০ টাকা করে বাড়ছে ফরমের দাম। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমের মূল্য এবার প্রায় ৩৩ শতাংশ বাড়ানো হয়েছিলো।

বুধবার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি ফরমের দাম না বাড়ানোর সিদ্ধান্ত হয়। আগের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। ছাত্রদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালসহ শিক্ষকরা।

আন্দোলনের পর, একাডেমিক কাউন্সিলের সভায় দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবছর এ ও বি-১ ইউনিটের ভর্তি ফরমের দাম ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর, বি-২ ইউনিটের ফরমের দাম রাখা হয়েছে ৯০০ টাকা।