আন্দোলনরত শিক্ষকদের বাধায় জাবি সিনেট অধিবেশন করতে পারেনি উপাচার্য

আন্দোলনরত শিক্ষকদের বাধায় জাবি সিনেট অধিবেশন করতে পারেনি উপাচার্য

শেয়ার করুন

545সাভার প্রতিনিধি :

আন্দোলনরত শিক্ষকদের বাধার মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম বার্ষিক সিনেট অধিবেশন করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড,ফারজানা ইসলাম।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ পন্থী শিক্ষকদের একাংশ উপাচার্যের কার্যালয় অবরোধ করে রাখে। পরে দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম সিনেটরদের নিয়ে বার্ষিক সিনেট অধিবেশন করতে আসলে আন্দোলনরত শিক্ষকদের বাধার মুখে পড়েন পরে উপাচার্য সিনেট অধিবেশন না করেই ফিরে যান। এঘটনায় ক্যাম্পাসে শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এদিকে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের দাবি না মেনেই সিনেট অধিবেশন ডেকেছে তাই আমরা সিনেট অধিবেশন করতে দেয়নি। দ্রুত উপাচার্য তাদের দাবি গুলো বাস্তবায়ন না করলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

এদিকে দীর্ঘ দিন পরে সিনেট সদস্যরা সিনেট অধিবেশন করতে এসে ফিরে যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রগতিশীল ছাত্র জোট ও সাংস্কৃতিক জোট।