আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণ জয়ের সম্ভাবনা বেশি

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণ জয়ের সম্ভাবনা বেশি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বা আইএমও’তে এবার বাংলাদেশের স্বর্ণ জয়ের সম্ভাবনা অন্য যে কোন বারের চাইতে বেশি। এমনটাই মনে করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ২০১৭ সালের আইএমওতে অংশ নিতে যাওয়া বাংলাদেশ গণিত দলকে পরিচয় করিয়ে দিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণিত অলিম্পিয়াড কমিটি।

এতে বক্তারা জানান, বিগত কয়েক বছর ধরেই স্বর্ণ জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসছে বাংলাদেশ গণিত দল। এ পর্যন্ত চারটি রৌপ্য, ১৭টি ব্রোঞ্জ ও ২৩টি সম্মানজনক স্বীকৃতি নিয়ে বাংলাদেশ গণিত দল এখন অনেক উন্নত দেশের কাছেও বিস্ময় হয়ে দাঁড়িয়েছে।

আগামী ১৭ জুলাই থেকে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে বসছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৫৮তম আসর।