ব্যবসায়ী হত্যাচেষ্টার প্রতিবাদে বদরগঞ্জে মানববন্ধন

ব্যবসায়ী হত্যাচেষ্টার প্রতিবাদে বদরগঞ্জে মানববন্ধন

শেয়ার করুন

14009785_1123426891077762_675398_n

রংপুর প্রতিনিধি:

রংপুর জেলার বদরগঞ্জ পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী বিএডিসি’র বীজ, সার ডিলার মো. রাসেল আলীকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয়  ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ।

স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সদস্য এবং  অন্যান্য ব্যবসায়ীবৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় তারা হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে আইনের আওতায় এনে বিচারের দাবি করেন।

এছাড়াও দোষীদের শাস্তির দাবিতে স্থানীয় সংসদ সদস্য ( রংপুর-২) বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

14054873_1123426874411097_1401732779_n

উল্লেখ্য গত ২ আগস্ট বদরগঞ্জ পৌরসভাস্থ এরশাদ ব্রীজ এলাকায় সন্ত্রাসীরা রাসেল আলীর মোটরসাইকেল গতিরোধ করে ধারালো ছুরি দিয়ে  আঘাত করে এবং সাথে থাকা নগদ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

মুমূর্ষু অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

একদল  সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল বলে জানা যায়। এ ঘটনায় আহতের ছোট ভাই রাহাত আলী বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।