বালিয়াডাঙ্গীতে ২৩টি পাখি মুক্ত, শিকারীর ১ মাসের জেল

বালিয়াডাঙ্গীতে ২৩টি পাখি মুক্ত, শিকারীর ১ মাসের জেল

শেয়ার করুন

।। ঠাকুরগাঁও প্রতিনিধি ।।Baliadangi News Dc Photo
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে পাখি শিকার করে বিক্রির সময় নজরুল ইসলাম (৪০) নামে এক পাখি শিকারীকে আটক জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে তার কাছ থেকে ১৭ টি টিয়া, ৩টি তিলা মুনিয়া, ৩টি চাঁদি ঠোঁট পাখি উদ্ধারে নিরাপদ স্থানে পাখিগুলোকে উন্মুক্ত করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

সোমবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন। রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও ঠাকুরগাঁও সামাজিক বনবিভাগের কর্মকর্তারাসহ স্থানীয় থানার পুলিশ সদস্য ও আনসার সদস্যগণ এ অভিযানে উপস্থিত ছিলেন।

পরে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৮(২)ধারায় পাখি শিকারী নজরুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত শিকারী উপজেলার চাড়োল ইউনিয়নের পরদেশীপাড়া গ্রামের তজিব উদ্দীনের ছেলে।