কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার খেতারচর সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে নুরুল আমিন নামের এক বাংলাদেশি নিহত হয়েছে।

দাঁতভাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল আজিজ জানান, নুরুল আমিন পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। গরু কিনতে মঙ্গলবার ভোরে  রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সে।

এ সময় ভারতের দ্বীপ চর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নুরুল আমিনের।

নুরুলের বাড়ি খেতারচর গ্রামে। এ ঘটনায় বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি